শিরোনাম
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল রাষ্ট্র সৃষ্টির আগাম বার্তার ঘোষণা _________________বিএমপি কমিশনার।
বিস্তারিত
আজ
ঐতিহাসিক ৭ মার্চ। এই উপলক্ষে সকাল ১১:০০ টায় জেলা শিল্পকলা একাডেমি বরিশাল অডিটোরিয়ামে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত আলােচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন বিএমপি কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।
বক্তব্যের শুরুতেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ৭৫ এর ১৫ ই আগস্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য সহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমন্ত্রিত সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল একটি মহাকাব্য, যা রাষ্ট্র সৃষ্টির আগাম বার্তা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির উদ্দেশ্যে দেওয়া এই ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জাতিকে অনুপ্রাণিত করেছিল। ইতোমধ্যে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু তাঁর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাঙালি জাতিকে বাঙালির আকাঙ্ক্ষার সমান করে বাংলাদেশকে স্বাধীন ভূখন্ড তৈরি করার যে প্রত্যয় নিয়েছিলেন ০৭ মার্চের ভাষনে তা ফুটে উঠেছিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাননীয় মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন জনাব আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল জনাব মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামিলীগ, বরিশাল জেলা শাখা জনাব অ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযােদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।