Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপ-পুলিশ কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসের এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
বিস্তারিত

"আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি "
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৫ মার্চ ২০২৪ খ্রিঃ বেলা ১৪ঃ৩০ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের এর বদলি জনিত  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়। 
বিদায় সংবর্ধনায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ও বিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তথা সহকর্মীদের বক্তব্যে বিদায়ী অতিথি কর্মময় জীবনে একজন  দক্ষ, গুণী, ফোর্স বান্ধব ও মানবিক গুণাবলী সম্পন্ন চৌকশ কর্মকর্তা হিসেবে প্রশংসিত হন। এ সময় বক্তারা বিদায়ী অতিথির ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে নতুন কর্মস্থলে তার এই  সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত বিদায়ী অতিথি বরিশালে তার কর্মময় জীবন অতিবাহিত করার অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখ্য যে বিদায়ী অতিথির পরবর্তী কর্মস্থল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনাইদহ। 
এসময়  বিএমপি'র পক্ষ থেকে বিদায়ী অতিথিকে 
ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন বিএমপি কমিশনার মহোদয় । 
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত)  জনাব রুনা লায়লার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)  জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মােঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ অপু সরোয়ার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন/ফোর্স) জনাব এস এম কামরুজ্জামান, পিপিএম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
25/03/2024
আর্কাইভ তারিখ
31/03/2024