শিরোনাম
ইংরেজি নববর্ষ-২০২৪ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রীতিভোজ।
বিস্তারিত
আজ
১০ জানুয়ারি ২০২৪ খ্রি: রাত ০৮:০০ টায় বিএমপি'র রুপাতলিস্থ পুলিশ লাইন্সে নগর পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যদের নিয়ে ইংরেজি নববর্ষ-২০২৪ উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত উক্ত প্রীতিভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় বিভাগীয় কমিশনার, বরিশাল জনাব মোঃ শওকত আলী, সম্মানিত রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, সিও র্যাব-৮, বরিশাল লেঃ কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন, পিএসসি, জি+, আর্টিঃ, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল জনাব আবু আহাম্মদ আল মামুন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত বিভিন্ন পদ-পদবীর ১,৮০০ (এক হাজার আটশত) সদস্য উক্ত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন স্তরের সকল পুলিশ সদস্যগণ।