Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিস্তারিত

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে আজ ২৮ মে ২০২৫ খ্রিঃ দুপুর ১৪:০০ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়। 
এ সময় সভাপতি মহোদয় পরিবহন সেক্টর, ট্রাফিক ব্যবস্থা, যাত্রী সেবা, সরকার কর্তৃক নির্ধারিত যাত্রী ভাড়া, যানজট নিরসন, পশুর হাটের শৃঙ্খলা, অজ্ঞান পার্টির কবল থেকে জনগণকে রক্ষা করা, সিসিটিভির ব্যবহার, জাল টাকা সনাক্তকরণ বুথ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ,  মার্কেট ও যাত্রীবাহী লঞ্চ সহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা, মেডিকেল টিম, ব্যাংকিং সেবা, পুলিশ কন্ট্রোল রুমের ব্যবস্থা রাখা, নির্বিঘ্নে  ঈদের জামায়াত আয়োজন সহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। 
এ সময় সভাপতি মহোদয় বলেন জনগণের প্রত্যাশা আমরা পূরণ করব। এ ছাড়াও পরিবহন সেক্টর ও পশুর হাটকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি পরিলক্ষিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর/সদর দপ্তর/ডিবি) জনাব সুশান্ত সরকার,পিপিএম, উপ-পুলিশ পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও চার থানার অফিসার ইনচার্জগণ।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
28/05/2025
আর্কাইভ তারিখ
30/06/2025