শিরোনাম
আন্তঃজেলা ডাকাত দলের ৩(তিন) সদস্য গ্রেফতার ও আলামত উদ্ধার।
বিস্তারিত
আজ বৃহস্পতিবার, ১৭ আগষ্ট ২০২৩ খ্রিঃ দুপুর ১৩.০০ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয় এর সভাপতিত্বে দুধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন, গ্রেফতার ও আলামত উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
গত ১৩/০৮/২০২৩ খ্রিঃ তারিখ রাতে এয়ারপোর্ট থানার ০৬ নং মাধবপাশা ইউপি'র প্রতাপপুর এলাকায় অবস্থিত জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড (জেটিআই) গোডাউনে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। উক্ত ডাকাতির ঘটনায় এয়ারপোর্ট থানায় রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা বিশেষ অভিযানিক টীম নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১। ইয়াকুব (৪০) পিতা- আব্দুস সাত্তার মৃধা সাং-ছৈলাবুনিয়া, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালীকে গাজীপুর থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ডাকাতের দেওয়া তথ্য মতে ডাকাত দলের অপর সদস্য ২। মোঃ মুছা (১৯) পিতা- মোঃ নিজাম শরীফ, সাং- উত্তর টিয়াখালী, থানা- আমতলী, জেলা- বরগুনা ও ৩। রুবেল ঢালী (২৭) পিতা- দুলাল ঢালী, সাং- বাদুরা, পোস্ট- নলুয়াবাগী, থানা-গলাচিপা, জেলা- পটুয়াখালীদের পটুয়াখালী থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত থেকে আলামত হিসেবে ডাকাতির ঘটনায় ব্যবহৃত ট্রাক ও ডাকাতি করে নিয়ে যাওয়া আনুমানিক ৮০,০০০০০ (আশি লক্ষ) টাকা মুল্যের সিগারেট জব্দ করেন। এ ঘটনায় ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
বিশেষভাবে উল্লেখ যে, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে কমিশনার মহোদয় উপ-পুলিশ কমিশনার(উত্তর), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর), সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা), অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা ও এ মামলার তদন্তকারী কর্মকর্তাসহ অভিযানে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্য এবং ব্রিফিং এ অংশ নেওয়া সাংবাদিকদের বিশেষ ধন্যবাদ জানান।
এসময় বিএমপি'র অন্যান্য কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।