শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরালেন বিএমপি কমিশনার।
বিস্তারিত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ রিয়াজ হোসেন পিপিএম এর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় আজ রবিবার, ১৫ এপ্রিল ২০২৪ খ্রিঃ বিকাল ১৬:৩০ ঘটিকায় বিএমপি সদরদপ্তরে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় তিনি সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) জনাব মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম সহ বিএমপি'র অন্যান্য কর্মকর্তাগণ।